শাবিতে ছবি তুলতে যাবার পথে আখালিয়ায় সড়কে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

শাবিতে ছবি তুলতে যাবার পথে আখালিয়ায় সড়কে প্রাণ গেল যুবকের

সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া বিজিবি গেইটের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ফরিদ (২২) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফরিদ সিলেটের আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে। এ ঘটনায় তার সাথে থাকা আরো দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। তারা হচ্ছে-একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)
স্থানীয় সূত্র জানায়, ছবি উঠানোর জন্য এক মোটরসাইকেলে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ে যাবার আগে আখালিয়া বিডিআর গেইটের সম্মুখে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় তারা তিনজন। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি দুইজন ওসমানী হাসপাতালের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট