৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্দ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২০) সকাল ১১ টায় কুমারপাড়াস্থ মেয়রের বাস ভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে সোবহানীঘাট জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমী। খতমে কোরআনে মাওলানা মোস্তাক আহমদ খান সহ বরেন্য আলেম-উলামা ও হাফেজগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়ায় অংশগ্রহনকারী মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের জন্ম ১৯৩২ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর সিলেটের মৌলভীবাজার জেলার বাহারমর্দন গ্রামে। ২০০৯ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D