মরহুম আব্দুল মোস্তফার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

মরহুম আব্দুল মোস্তফার রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত

সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বরপুরে গ্রামের ব্যবসায়ী ও তরুন সমাজসেবী লিপন আহমদের ভাগনা মরহুম আব্দুল মোস্তফার জন্মদিন উপলক্ষে ৪ সেপ্টেম্বর শুক্রবার বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের এক খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল মোস্তাফার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে ও দেশবাসী সহ প্রবাসীদের জন্য বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মৌওলানা রফিকুল ইসলাম।


দোয়া মাহফিল উপস্থিত ছিলেন জামে মসজিদের মোতাওয়াল্লী মরহুমের নানা হাজী আনা মিয়া,ক্যাশিয়ার শাহিন আলী, মুসল্লীদের মধ্যে হাজী মরতুজ আলী, প্রবাসী আহমদ আলী, হাজী জমির আলী,হাজী মুহিবুর রহমান মুহিম,আব্দুল মুমিন ছইল মিয়া,হাজী রজব আলী, নাজির মিয়া,আইয়ুব আলী, সোয়াই মিয়া, হরমুজ আলী,আব্দুল ওয়াহিদ, ফরিদ মিয়া, হাজী আলীরাজান,প্রবাসী ফয়জুর রহমান,আব্দুল বাসিত,মুক্তার আহমদ,নছির মিয়া,আনছার আলী,মৌওলানা আজিজুর রহমান, সোয়াগ মিয়া,হাফিজ তাজুল ইসলাম,লুৎফুর রহমান, মাসুম আলম তিতন,টিকাকার আজাদ মিয়া,আন্দুল মতিন,রানা মিয়া,সাহেদ আহমদ, রিয়াজ মিয়া,আক্তার হোসেন, আবুল মনসুর সমুজ,মরহুমের মামা লিপন আহমদ, মঈন উদ্দিন,রুহেল মিয়া,মামুন আহমদ, মইনুল ইসলাম,দুলাল মিয়া,জামাল আহমদ,খোকন আহমদ, ইমন শাহ রুহেল,এমদাদ আহমদ লায়েক,আসাদুল ইসলাম লাভলু,হাফিজ আফজল আহমদ, শিমুল আহমদ, আলী আকবর, কামাল আহমদ, হাফিজ মঞ্জুর আহমদ, হাফিজ মেহেদী উর রশীদ মাহিন, রাহাত আহমদ, পারভেজ আহমদ,তানভীর মোশেদ ফাহিম, মারুফ আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট