৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
মুজিব জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেটের আয়োজনে সোমবার সকাল ৯টায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিভাগীয় সদর দপ্তরে ২০টি উন্নতমানের নারিকেলের চারা এবং ৪০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এম কাজী এমদাদুল ইসলাম এবং সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ হানিফ।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বিপিএম, রেঞ্জ ডিআইজি সিলেট অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম ও জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব, সিনিয়র সহকারী পুলিশ সুপার গৌতম দেব প্রমুখ।
উল্লেখ্য যে, ইতিপূর্বে রেঞ্জ ডিআইজি, সিলেট অফিস কর্তৃক ৫০০(পাঁচশত) টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা রোপন করা হয়েছিল। সেগুলো এখন ফল ও ছায়া দান করছে। রেঞ্জ ডিআইজি,সিলেট কর্তৃক গাছের চারা রোপন ও পরিচর্যা অব্যাহত আছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী কর্তৃক ০১(এক) কোটি বৃক্ষরোপন কর্মসূচি এবং মুজিববর্ষ উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেট কর্তৃক সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ স্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D