ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বৃথা চেষ্টায় মরিয়া যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বৃথা চেষ্টায় মরিয়া যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাব পাসে ব্যর্থ হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, আগামী সপ্তাহের মধ্যে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হবে। তাছাড়া এই ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকা অনলাইন সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন জানানো হয়, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়। এ প্রস্তাবের আওতায় আগামী ১৮ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। যুক্তরাষ্ট্র দুই বছর আগেই পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও দেশটি ইরানবিরোধী নিষেধাজ্ঞা নবায়নের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এ সংক্রান্ত প্রস্তাবে শুক্রবার (১৪ আগস্ট) ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এদিন ১১ দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকলেও প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে দু’টি করে। আমেরিকা ও ডোমিনিকান রিপাবলিক প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি।

নিবার (১৫ আগস্ট) নিউ জার্সির বেডমিনস্টার রিসোর্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভোটের ফলাফল কী হয়েছে, আমরা তা জানি। তবে আমরা নিষেধাজ্ঞা নবায়ন করব, সামনের সপ্তাহেই আপনারা তা দেখতে পারবেন।

ইরান ইস্যুতে বিরোধ ঠেকাতে জরুরি আলোচনার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, জার্মানি এবং ইরানকে যোগদান করার আহ্বান জানিয়েছে তিনি। ট্রাম্প সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুতিনের আমন্ত্রণে তার দেশ সাড়া দেবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায়, আমরা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে সম্পূর্ণ শ্রদ্ধাশীল। নিরাপত্তা পরিষদে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বর্ধিতকরণ নিয়ে বিরোধ ও দ্বন্দ্বের সৃষ্টি হোক, তা কেউ চায় না। সেসব এড়াতে আমরা একটি অনলাইন ভিডিও আলোচনার আয়োজন করতে পারি।