সিলেটে নব্য জেএমবি’র ৫ জন আটক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

সিলেটে নব্য জেএমবি’র ৫ জন আটক

নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ জানায়, রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দিপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানকে আটক করা হয়। পরে ঢাকা থেকে যাওয়া পুলিশের বিশেষ একটি দল, মঙ্গলবার ভোর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও চার জনকে আটক করে। তাদের মধ্যে সাদিও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর সায়েম লেখাপড়া করে মদনমোহন কলেজে। বাকি দু’জনের বিষয়েও খোঁজখবর করছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জোতির্ময় সরকার জানান, ঢাকা থেকে অভিযানটি পরিচালিত হয়েছে। কাজেই বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে তিনি ঢাকায় যোগাযোগের পরামর্শ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেফতারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি বলা যাবে।

এ সংক্রান্ত রিপোর্ট যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট