১৫ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক চালক জোট, রেজি নং-২০৯৭ এর অন্তভূক্ত কদমতলী, মুক্তিযোদ্ধা চত্বর, বাইপাস ওভারব্রীজ শাখার সভাপতি শ্রমিক নেতা মুছা মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
শনিবার ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজমহল রেষ্ট্রুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত মুছা মিয়া জানান, মাদক ব্যবসার প্রতিবাদ করায় টার্মিনাল এলাকার তালিকাভুক্ত অপরাধী মোর্শেদ, বাবুল, সাগর, লুদাইসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন সন্ত্রাসী মুছা মিয়াকে একা পেয়ে হামলা চালিয়ে কাটের রুল দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এসময় সন্ত্রাসীরা মুছা মিয়ার কাছ থেকে নগদ ৮ হাজার ৩শ টাকা ও সামসন মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে আহতাবস্থায় মুছা মিয়াকে লোকজন নিয়ে যান সিলেট ওসমানী হাসপাতালে। বর্তমানে এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রেস-বিজ্ঞপ্তি।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D