সুনামগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২০

সুনামগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে আরো ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। তন্মধ্যে ১৭৭টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া এই ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সুনামগঞ্জে করোনাক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০২ জন, আর মারা গেছেন ৫ জন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট