সিলেটে সীমিত পরিসরে হলো শাহজালালের ‘লাকড়িতোড়া উৎসব’

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

সিলেটে সীমিত পরিসরে হলো শাহজালালের ‘লাকড়িতোড়া উৎসব’

প্রতি বছর শাওয়াল মাসের ২৬ তারিখ হযরত শাহজালাল (রহ.) লাকড়িতোড়া উৎসব পালন করা হয়। ব্যতিক্রম হয়নি এবারও। তবে এ বছর করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এ উৎসব পালন করা হয়েছে।

আজ শুক্রবার জুম’আর নামাজের পর শাহজালাল (রহ.) এর ভক্ত ও অনুরাগীরা মিলে লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের টিলা থেকে লাকড়ি সংগ্রহ করেন। তারা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করেন।

শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন,  এবার মহামারি করোনার কারণে একেবারে সীমিত আকারে লাকড়িতোড়া উৎসব পালন করা হয়েছে। এবার আগাম কোনো প্রচারণা বা কাউকে দাওয়াতও দেয়া হয়নি। তারপরও কিছু ভক্ত-অনুরাগী নিজ উদ্যোগে লাকড়ি সংগ্রহ করেছেন, মাজারে এসেছেন।

জানা গেছে, হযরত শাহজালাল জীবিত থাকা অবস্থায় টিলা থেকে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। তিনি মারা যাওয়ার পর ভক্ত-অনুরাগীরা সেই প্রথা ধরে রেখেছেন। সংগৃহিত লাকড়ি দিয়ে ওরসের সময় শিরণি রান্না করা হয়।