সিলেট বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা : মোট শনাক্ত ২৭৫৩

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

সিলেট বিভাগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা : মোট শনাক্ত ২৭৫৩

Manual4 Ad Code

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫৩ জন-এ। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৬৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯৯, পরের অবস্থানে হবিগঞ্জ ২৬১ জন আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ২২৯ জন।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা যাওয়া ৫৫ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৩ জন। এছাড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ১০৭ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত ৫৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১০ জন সুস্থ হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে ১৩৩, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ৭৬ জন সুস্থ হয়েছে।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Manual1 Ad Code


Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code