সিলেট জেলায় আরো ৪৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

সিলেট জেলায় আরো ৪৭ জনের করোনা শনাক্ত

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরো ৪৭ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের ৪৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২০৯ জনে।

বৃহস্পতিবার (১১ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৪৩ জন, দক্ষিণ সুরমার দুজন, বালাগঞ্জ একজন এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বাহুবলের একজনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর ফলে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১৯ জনে।

সবশেষ বৃহস্পতিবার (১১ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২০৯ জন, সুনামগঞ্জে ৪১৯, হবিগঞ্জে ২২৮ এবং মৌলভীবাজারে ১৭৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ এবং মৌলভীবাজারে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

অন্যদিকে সিলেট বিভাগে ৪৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৮, সুনামগঞ্জে ৯৪, হবিগঞ্জে ১৩৯, মৌলভীবাজারে ৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৭ জন, সুনামগঞ্জে ১৪৭ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।