১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ছাতকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে এক ডাক্তারসহ আরও ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। সুত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ গ্রামের একই পরিবারের তিনজন ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যবসায়ী ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে এ উপজেলায় ২১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী। এর আগে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও করোনাভাইরাসে আক্রান্ত হন।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D