সিলেটে “কমল পরিষদ” যুক্তরাজ্য শাখা’র পক্ষে ইফতার বিতরণ করলেন এমরান চৌধুরী

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

সিলেটে “কমল পরিষদ” যুক্তরাজ্য শাখা’র পক্ষে ইফতার বিতরণ করলেন এমরান চৌধুরী

সিলেট নগরীতে ইফতার সামগ্রী বিতরণ করেছে “কমল পরিষদ” যুক্তরাজ্য শাখা। মঙ্গলবার বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডের হাজি হালু মাঝি জামে মসজিদের পাশে গড়ে তুলা ‘মানবতার ঘর’-এর সামনে অসহায় বঞ্চিত মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পরিবহণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবীর শেপী, জাসাস সিলেট জেলা শাখার সভাপতি জসীম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, মহানগর জাসাসের সহ-সভাপতি রফিকুল বারী রোমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আহবায়ক সাইদুল ইসলাম রিদয়, ২৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি, আঙ্গুর মিয়া, মো. জমির মিয়া, শামীম আহমদ, ফুলম মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, জাবেদ আহমদ জীবন, ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ময়নুল হক স্বাধীন, সহ সাধারণ সম্পাদক মো. শাহিন আহমদ, মাছুম আহমদ, সাবেক ছাত্রদল নেতা আলী মোহাম্মাদ নুরুল হুদা, মো. ফয়সল আহমদ, কামরুল ইসলাম।

সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশে এবং “কমল পরিষদ” যুক্তরাজ্য শাখা’র উদ্যোগে আমাদের ব্যবস্থাপনায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীদেরকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী দলের পক্ষে সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।

ইফতার বিতরণে সহায়তা করে ন্যাশনাল প্রেস সোসাইটি (গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও ‘মানবতার ঘরের’ স্বেচ্ছাসেবক মো. জুম্মান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ও প্রচার সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী।

উল্লেখ্য, “কমল পরিষদ” যুক্তরাজ্য শাখার উদ্যোগে এ ইফতার সামগ্রীর আয়োজন করা হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট