মোগলাবাজার থানায় দায়ের করা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশ কমিশনার বরাবর আবেদন

প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, মে ১২, ২০২০

মোগলাবাজার থানায় দায়ের করা মামলার সঠিক তদন্তের জন্য পুলিশ কমিশনার বরাবর আবেদন

সিলেট জেলার মোগলাবাজার থানায় দায়ের করা একটি সাজানো মামলার সঠিক তদন্তের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক ভোক্তভোগি।   ১১ মে মোগলাবাজার থানাধীন পশ্চিম দাউদপুর গ্রামের মৃত বীরেন্দ্র পালের ছেলে নিরঞ্জন পাল এ আবেদন করেন।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, বিগত ৩ মে বেলা দেড়টায় নিরঞ্জন পালের বাড়িতে এলাকার কথিপয় দুস্কৃতিকারীরা বাড়ি ঘর ভাংচুরসহ ১৫ টি গাছ কেটে ফেলে।

এতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় নিরঞ্জন পাল বাদী হয়ে ১৬ জনকে আসামী করে ৪ মে মামলা দায়ের করেন । মামলা নং ৪।

মামলা দায়েরের পর আসামীরা প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে উল্টো মামলার ১ নং আসামীর চাচাতো বোন রিনা রানী চন্দ্রকে বাদী করে আসামী পক্ষ মোগলাবাজার থানায় একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে।

মামলা নং- ৬। বিবাদীরা শুধু মিথ্যা মামলা দায়ের করেই ক্ষান্ত হয়নি। তারা নিরঞ্জন পালের পরিবার ও স্বজনদের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

বর্তমানে নিরঞ্জন পালসহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

তিনি মিথ্যা মামলার সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ কমিশনারের কাছে আকুল আবেদন জানান।  প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট