করোনা আক্রান্ত রোগীদের জন্য সিলেটে মাত্র দুইটি ইনটেনসিভ কেয়ার ইউনিট

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

করোনা আক্রান্ত রোগীদের জন্য সিলেটে মাত্র দুইটি ইনটেনসিভ কেয়ার ইউনিট

সারা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেটকেও করোনায় করুণা করেনি। একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। মৌলভীবাজারের মারা যাওয়া এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সিলেট বিভাগে ৬৩৭টি বেড প্রস্তুত করে রাখা হয়েছে। তবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে মাত্র দুইটি।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারই পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রাখা হয়েছে। এগুলো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১০টি আইসিইউ দেয়ার জন্য চিটি পাঠানো হয়েছে। সেগুলো সিলেটে চলে আসবে শিগ্রিই। এগুলো আসার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা দুইটি আইসিইউ ফেরত দেয়া হবে।

এছাড়া সিলেটে করোনা মোকাবেলায় আগামী বৃহস্পতিবার শহরের সকল প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সিলেটের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের দায়িত্বরতরা এক বৈঠকে বসবেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট