শিথিল হচ্ছে উহানের লকডাউন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

শিথিল হচ্ছে উহানের লকডাউন

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। প্রায় প্রতিটি দেশ এই ভাইরাসে আক্রান্ত। সারা বিশ্ব যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে তখন ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহানে দেখা দিচ্ছে আশার আলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, লকডাউন শিথিলের প্রস্তুতি নিচ্ছে উহান শহর কর্তৃপক্ষ। আগামী ৮ এপ্রিল থেকে শহরটির বেশকিছু বিধি-নিষেধ তুলে নেওয়া হবে। চীনের কর্মকর্তারা মঙ্গলবার (২৪ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে হুবেই প্রদেশের বাকি অঞ্চলগুলো থেকেও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে আপাতত অঞ্চলটিতে শুধু সুস্থ মানুষরাই চলাফেরা করতে পারবেন।

উহানে মঙ্গলবার নতুন করে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তার আগে গত ৭ দিনে একজন রোগীও পাওয়া যায়নি সেখানে। ফলে উহানের লকডাউন শিথিলের মতো সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে হুবেই প্রদেশের অন্যান্য স্থান থেকে কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে ১৭ হাজার ১৩৬ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৯৪৭ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৮৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে বিশ্বজুড়ে এখনো গুরুতর অবস্থায় আছেন ১২ হাজারেরও বেশি মানুষ।