এবার ফিরলেন ১৫৫ বাংলাদেশি

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০

এবার ফিরলেন ১৫৫ বাংলাদেশি

ইতালি থেকে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি। রবিবার (১৫ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, আমরা নিশ্চিত ছিলাম যে ইতালি থেকে আরও ১৫৫ বাংলাদেশি রবিবার (১৫ মার্চ) সকালে দেশে ফিরবেন। সেই হিসেবে আমরা প্রস্তুতিও গ্রহণ করে রেখেছিলাম। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হবে।