সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

Manual8 Ad Code

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘বিশ্ববিদ্যালয় করতে যে সকল অবকাঠামোগত কারিকুলাম দরকার তার প্রায় সবই বর্তমানে কলেজে রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী সিলেট সফরে এই প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের প্রতিশ্রুতিও দিয়েছিলেন।’

Manual4 Ad Code

রোববার ইঞ্জিনিয়ারিং কলেজকে দ্রুত বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে বাস্তবায়ননের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মানবন্ধনে অংশ নেন।

Manual5 Ad Code

তিনি বলেন, ‘সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এখন সময়ের দাবি। বৃহত্তর সিলেটে বঙ্গবন্ধুর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে সে দাবি পূরণের আহবান জানান তিনি।’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code