বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন আজ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন আজ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

কিংবদন্তি এ বাউল শিল্পীর গানে উঠে এসেছে ভাটির জল-হাওয়া-মাটির কথা, কালনী-তীরবর্তী জনজীবনের কথা, মানুষের চিরায়ত সুখ-দুঃখ, দারিদ্র্য, লোকাচারের কথা। বাউল ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ভাটিয়ালি গানেও দখল ছিল তার।

১৬শ’র বেশি গানের গীতিকার ও সুরকার শাহ আবদুল করিম। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।

শাহ আবদুল করিম বাংলার লোকজসংগীতের ধারাকে আত্মস্থ করেছেন অনায়াসে। সঙ্গীতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে পদক। পেয়েছেন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, সিলেট সিটি করপোরেশন নাগরিক সংবর্ধনা, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, অভিমত, শিল্পকলা একাডেমি, খান বাহাদুর এহিয়া সম্মাননাসহ বহু পদক, সম্মাননা ও সংবর্ধনা।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট