মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০

মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের জৈনপুর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘‘ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণীর ছাত্রী লিজা বেগম, স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলি বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রওশন আরার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য, কমিটির সভাপতি আসাদ খান, জনার্ধন চক্রবর্তী মিন্টু, ইংল্যান্ড প্রবাসী সৈয়দ শামিম হোসেন,৮ং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুল কামাল রেকি, কাজী কামরুল ইসলাম, সহকারি শিক্ষিকা সামছুন্নাহার,আনারকলি চৌধুরী,জাহেদা মমতাজ সুলতানা,শিখা রাণী নাথ, মোছাম্মদ হেপি বেগম, পূর্ণিমা দেব, বিদ্যালয়ের দপ্তরি মো. বাবুল আহমদসহ অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজ যারা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা পর্যায়ক্রমে আরো মেধাবী হয়ে উঠবে, উন্নত রাষ্ট্র গঠনে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে, তিনি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট