টিসিবির পেঁয়াজ নিতে সুনামগঞ্জে ক্রেতাদের দীর্ঘ লাইন

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

টিসিবির পেঁয়াজ নিতে সুনামগঞ্জে ক্রেতাদের দীর্ঘ লাইন

সুনামগঞ্জ পৌরসভায় ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ সংগ্রহ করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে পেঁয়াজ কিনতে আসা মানুষের দীর্ঘ লাইনও দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ১ কেজি পেঁয়াজ সংগ্রহ করতে পারায় অনেক ভোক্তার চোখেমুখে ছিল ভূবন জয়ের হাসি। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন বেঁধে পেঁয়াজ সংগ্রহ করতে দেখা যায় সাধারণ ক্রেতাদের।

বাজারের পেঁয়াজের মূল্য লাগামহীন হওয়ায় টিসিবির মাধমে ৪৫ টাকা দরে ১ কেজি পেঁয়াজ কিনতে পারায় স্বস্তি প্রকাশ করেন পৌরসভার বাসিন্দারা। তবে টিসিবির মাধ্যমে প্রতিদিন ১ টন পেঁয়াজ বিক্রি করার কথা থাকলেও তা পর্যান্ত নয় বলে জানান সাধারণ ক্রেতারা। সাধারণের চাহিদা পূরণে পরিমাণ বাড়ানো দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

রবিবার সকালে পৌরসভা চত্বরে টিসিবির পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, টিসিবির ডিলার আফতাব উদ্দিন।

এদিকে জেলা শহরের টিসিবির ডিলারের রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকায় পেঁয়াজ না পাওয়ায় জটিলতা তৈরী করলেও ছাতকের উপজেলার একটি ডিলারের মাধ্যমে জেলা শহরের পেঁয়াজ বিক্রি স্বাভাবিক রাখা হবে জানিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম বলেন, পৌর শহরের নাগরিকদের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে টিসিবিা ডিলারের মাধমে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ১ টন পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি গ্রাহক ১ কেজি সংগ্রহ করতে পারবেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট