ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা,বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল করিম উল্লাহ মার্কেট

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা,বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল করিম উল্লাহ মার্কেট

নগরীর একটি মার্কেটের দোকান থেকে এক ব্যবসায়ীকে আত্মহত্যা থেকে রক্ষা করলো পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টায় নগরীর বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে এই ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানায়, করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলায় নাইম টেলিকমের দোকানের মালিক লিটন মিয়া। দোকানের ভাড়াটিয়া সাদেক আলীর সাথে ভাড়ার মেয়াদ নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে বৃহস্পতিবার দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার পর দোকানের ভাড়াটিয়া সাদেক আলী মার্কেটের ব্যবসায়ীদের জানায়, দোকানে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করবো। এর পর পরই দোকানের শাটার লাগিয়ে সাদেক আলী আত্মহত্যার প্রস্তুতি নিতে থাকেন।

ব্যবসায়ীরা দোকান বন্ধ থাকায় বন্দরবাজার ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির এসআই আবদুল মন্নান ও আকবর মৃধা দোকানের ভিতর থেকে সাদেক আলীকে উদ্ধার করে। উদ্ধারকালে দোকানের ভিতর থেকে আগুন লাগানোর কাপড়, গ্যাস সিলিন্ডার উদ্বার করা হয়।

মার্কেটের মালিক আতাউল্লাহ সাকের বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, পুলিশের হস্তক্ষেপে বড় ধরণের এক দুর্ঘটনা থেকে মার্কেট এবং ব্যবসায়ীরা রক্ষা পেলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট