সিলেট-তামাবিল সড়কে বাস ভাড়া বাড়ছে

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

সিলেট-তামাবিল সড়কে বাস ভাড়া বাড়ছে

মোঃ রেজওয়ান করিম সাব্বির : জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির যৌথ সভায় আগামী ১ ডিসেম্বর থেকে সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস ভাড়া বৃদ্ধির সিন্ধান্ত নেওয়া হয়েছে ৷

১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির যৌথ সভায় সিলেট-তামাবিল-জাফলং, সিলেট-কানাইঘাট, সিলেট-গোয়াইনঘাট সড়কে নতুন করে যাত্রীবাহী বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

২৩ নভেম্বর শনিবার দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি, সিলেট-তামাবিল মটর মালিক গ্রুপ, সিলেট-তামাবিল বাস-মিনিবাস মালিক সমিতি, সিলেট-তামাবিল বাস-মিনিবাস চালক সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট-তামাবিল-জাফলং সড়কে যাত্রীবাহী বাসে সেবার মান বৃদ্ধি ও উন্নয়ন, বিরতীহীন বাস চালু করা, যাত্রী জনসাধারনের সাথে চালকদের ভাল আচরণ, রাস্তায় ফিটনেস বিহীন বাস চলাচল বন্ধ করা এবং উন্নত সেবার সিন্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১ ডিসেম্বর থেকে প্রতি কিলোমিটার ১ টাকা ২০ পয়সা হারে বাস-মিনিবাস ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আব্দুল মৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবুল হোসোইন চতুলী, জৈন্তাপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব এম ইসমাইল আলী আশিক, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: এনায়েত উল্লাহ, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, মাওলানা রহমত উল্লাহ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নিজপাট ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, পরিবহন শ্রমিক নেতা মনির উদ্দিন, সিলেট তামাবিল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: নূরু উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হাফিজ, সিলেট মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সমাজসেবী আব্দুস শুক্কুর, আলহাজ্ব আলা উদ্দিন, আব্দুল মতিন শাহীন, হায়দর আলী, মুহিবুর রহমান, হানিফ আহমদ, সিলেট তামাবিল বাস-মিনিবাস চালক সমিতির সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য নিজাম উদ্দিন, বাস মালিক সমিতির উপদেষ্টা জাকারিয়া মাহমুদ, সমাজসেবী আব্দুল রশিদ মেম্বার ও তৈয়বুর রহমান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট