গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও পথসভা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে মিছিল ও পথসভা

সিলেট জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নূর ম্যানশনের সম্মুখে এক পথসভায় মিলিত হয়।

সভায় সাবেক পৌর মেয়র জাকারিয়া আহমদ পাপলুকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত করার দাবি জানানো হয়।

উপজেলা আওয়ামীলীগ নেতা নকুল রাম মালাকারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল আলীম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলু।

বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল আহাদ বাবলু, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, প্রবীণ আওয়ামীলীগ নেতা ছুবাই মিয়া, মজনু মিয়া, উনু মিয়া, আওয়ামীলীগ নেতা এহতেশামুল হক শাহিন, আব্দুল কাদির, শাহেন আহমদ, ছালেহ আহমদ, সাবেক ছাত্র নেতা জুবায়ের আহমদ জেবুল, শ্রমিক নেতা নানু আহমদ, দেলওয়ার আহমদ, পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, ল²ীপাশা ইউপি ছাত্রলীগ সভাপতি মাকসুদুল করিম, হোসাইন আহমদ, জাওহার আহমদ জামিল, কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ নেতা দিদারুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গীর আলম শিপন, মনজলি আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জেবুল আহমদ, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রনেতা সাব্বির আহমদ, নাঈম আহমদ, এহসান আহমদ, পৌর ছাত্রলীগ নেতা রুমেল আহমদ, মো. মাসুদ রানা, শফিউল আলম, কাওসার আহমদ, সালাহ উদ্দিন, হৃদয় আহমদ, ছয়দুল আহমদ, আলী হোসেন, জুবের আহমদ, আরিফ আহমদ, দেলওয়ার আহমদ প্রমুখ। এছাড়া মিছিলে উপজেলা ১১টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

পথসভায় বক্তারা বলেন, যারা বিএনপি, জামাত-শিবিরের মদদাতাদের উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি থেকে বাদ দিতে হবে । বিগত সময়ে যারা ক্ষমতার অপব্যবহার করে টিআর খাবিখা নিয়ে দূর্নীতি করেছেন, স্থানীয় নির্বাচনের সময় যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নৌকার বিরোধিতা করেছেন তাদেরকে বাদ দিয়ে, তৃণমূল থেকে বেড়ে উঠা, দলের দুঃসময়ে যারা হাল ধরেছিলেন তাদেরকে মূল্যায়ন করা হোক।

বক্তারা আরো বলেন, সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সদ্য সাবেক উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র জাকারিয়া আহমদ পাপলুকে উপজেলা নতুন কমিটিতে সাধারণ সম্পাদক করা হলে উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট