‘‘টিপুর প্রবাস জীবন যেনো হয় আরো সুন্দর’’ : প্যানেল মেয়র লিপন বকস্

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯

‘‘টিপুর প্রবাস জীবন যেনো হয় আরো সুন্দর’’ : প্যানেল মেয়র লিপন বকস্

‘‘জীবনের চাওয়া পাওয়ার হিসেব কষলে অতীতকে মনে রাখতে হয়, মানুষের জীবনটাই এমন, কখনো হাসি কখনো কান্না, কখনোবা না বলা কথাগুলো মনের ভেতরে লুকিয়ে রাখা, কেউ পেয়ে হাসে, আবার কেউ পাওয়ার আশায় ফেলে আনন্দ অশ্রু, ঐক্য সামাজিকতার বন্ধন থেকে দুরে থাকলেও সম্পর্ক থাকে অঠুঠ, প্রবাসে থেকেও দেশ ও মাতৃভুমি বাংলার জন্য প্রবাসীদের রয়েছে আলাদা টান আর ভালোবাসা, স্বজনদের খোঁজখবর, দেশের হালচাল সম্পর্কে ইন্টারনেটের যোগে স্যোসাল মিডিয়া কিংবা মুঠোফোনে অতি সহজে তা জানা সম্ভব, পরিশ্রম আর সাধনা করলে যেকোনো প্রবাসী উন্নতির পাশাপাশি দেশের জন্য হয়ে উঠেন রেমিটেন্স যোদ্ধা, দেশের উন্নয়নের চাঁকা সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকেন, টিপু প্রবাসে গিয়ে একজন সফল রেমিটেন্স যোদ্ধা হয়ে উঠুক, সেই প্রত্যাশা আমাদের’’
গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা তরুণ সমাজকর্মী টিপুর প্রবাসে যাত্রা উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক দুলাল মির্জা, সিলেট জেলা তাঁতি লীগের আহবায়ক আলমগীর হোসেন, ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবলীগ নেতা মুহিবুর রহমান মুহিব, তাঁতি লীগ নেতা বেলাল আহমদ রাজু, সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক বাবলু হোসেন হৃদয়, তরুণ সমাজসেবী ফরহাদ রহমান, ফাহিম প্রমুখ। অপরদিকে টিপুর বসত বাড়িতে ২২ পরিবারের পক্ষ থেকে রাতে তাকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট