স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯

স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়েছে। ফলে চিকিৎসা নিতে বিএনপি মহাসচিবকে ছয় মাস পর পর সিঙ্গাপুর যেতে হয়। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ায় যাবেন মির্জা ফখরুল। সেখানে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দিবেন তিনি। ফখরুল ইসলাম আলমগীর এ সংস্থাটির ভাইস চেয়ারম্যান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট