বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লাগানো হবে ১ কোটি গাছ

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লাগানো হবে ১ কোটি গাছ

জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ১ কোটি গাছ লাগানো হবে।

সম্প্রতি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ প্রদান ও স্মরণ অনুষ্ঠানে এ তথ্য জানান বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।

তিনি বলেন, জলবায়ু সমস্যা সমাধানে বৃক্ষই একমাত্র সমাধানের পথ। বৃক্ষ দ্বারা আমাদের চারপাশ আচ্ছাদিত করলে জলবায়ু সমস্যার সমাধান সম্ভব।

অধ্যাপক দ্বিজেন শর্মা বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে যা ভাবতেন তা আজ সারাবিশ্ব ভাবছে উল্লেখ করে বন ও পরিবেশমন্ত্রী বলেন, সরকার  দেশের মানুষের কাছে বৃক্ষের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেও সফল হচ্ছে না। জ্ঞানীরা বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝালে তা অনেক ফলপ্রসূ হবে। এক্ষেত্রে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।