সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায়

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৯

সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায়

সিলেটের বিভিন্ন মসজিদ, ঈদগাহে পবিত্র ঈদুল আযহার জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারো নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শাহী ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে বয়ান করবেন মাওলানা মোস্তাক আহমদ।

ইসলামি ফাউন্ডেশন, সিলেটের উপ পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। আনজুমানে খেদমতে কোরআন এর উদ্যোগে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল পৌনে ৮ টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিলেট কালেক্টরেট মসজিদ, নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ ওয়াকফ এস্টেট, নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুর শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, জামেয়া মদিনাতুল উলূম দারুস সালাম খাসদবীর মাদরাসা মাঠ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ, পশ্চিম পীর মহল্লা জামে মসজিদ, দক্ষিণ সুরমার ভার্থখলা জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে দক্ষিণ সুরমায় ঐতিহ্যবাহী সিলাম বটতলা বিবির মোকাম শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

এসকল ঈদ জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এদিকে ঈদের জামাত নির্বিঘ্নে করতে মহানগর পুলিশের পক্ষ থেকে ঈদগাহ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তু না নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। সেই সাথে ঈদগাহ মাঠের যানজট নিরসনকল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ থেকে দূরে পার্কিং এর জায়গায় রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট