ভারতের বিজেপি নেত্রী সুষমা স্বরাজ আর নেই

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

ভারতের বিজেপি নেত্রী সুষমা স্বরাজ আর নেই

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ আর নেই। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে গুরুতর অবস্থায় তাঁকে নয়াদিল্লির এইমস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু সংবাদ আসে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

ভারতের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নারী রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরের সারিতে উচ্চারিত হয় তাঁর নাম। দীর্ঘদিন জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সবচেয়ে জনপ্রিয় মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুষমা। টুইটারে তাঁর সক্রিয়তা, এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ বহুবার প্রশংসিত হয়েছে। নিজ উদ্যোগে বিশ্বের যে কোনো প্রান্তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে সচেষ্ট হয়েছেন সুষমা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট