জিতল ইংল্যান্ড, ধূসর হল বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯

জিতল ইংল্যান্ড, ধূসর হল বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন

চলতি বিশ্বকাপে প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারত। বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ইংল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ে ৩১ রানের ব্যবধানে পরাজয় বরণ করে ভারত।  ইংল্যান্ড এ জয়ের ফলে সেমিফাইনলের স্বপ্ন ধূসর হল বাংলাদেশের। নিজেদের বাকি দুই ম্যাচ জয়ের পাশাপাশি টাইগারদের অপেক্ষায় থাকতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের শেষ ম্যাচের ফলাফলের জন্য।

জিততে হলে বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড টার্গেট তাড়া করতে হত ভারতকে। এ লক্ষ্যে নেমে শুরুতেই ফিরে যান লোকেশ রাহুল। তারপর দলের ভার তুলে নেন রোহিত-কোহলি। গড়েন ১৩৮ রানের বিশাল জুটিও। তবে আজও হতাশ হয়ে ফিরতে হল ভারতীয় অধিনায়ককে। টানা পাঁচ ম্যাচ অর্ধশতক পেলেও তা সেঞ্চুরিরতে পরিণত করতে পারেনি কোহলি। ব্যক্তিগত ৬৬ রানেই তাকে সাজ ঘরে ফেরান প্লাঙ্কেট। আজকের ম্যাচসহ শেষ পাঁচ ম্যাচে কোহলির সংগ্রহ ৮২, ৭৭, ৬৭, ৭২, ৬৬ রান। কোহলির বিদায়ে ভারত খানিকটা চাপে পড়লেও দলের ভরসা হয়ে ক্রিজে থাকেন রোহিত শর্মা। তুলে নেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি আর চলমান বিশ্বকাপের তৃতীয়। ১০৬ বলে ১৫ চারে সেঞ্চুরি তুলেন এই ওপেনার। তবে সেঞ্চুরির পরপরই আউট হন তিনি। ১০২ রানে ক্রিস ওকসের বলে আউট হন তিনি।

এরপর রিশাভ পন্ত, হার্দিক পান্ডিয়া ও ধোনি ছোট ছোট ঝড় তুললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৫০ ওভার শেষে ভারত সংগ্রহ করে ৫ উইকেটে ৩০৬ রান। ইংল্যান্ডের হয়ে প্লাঙ্কেট তিনটি ও ওকস দুইটি উইকেট শিকার করেন। ম্যাচে ৩১ রানের জয় পায় ইংল্যান্ড।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন দুই ইংলিশ ওপেনার। মাত্র ২২ ওভারেই এ জুটিতে আসে ১৬০ রান। পঞ্চাশ ওভার শেষে বেয়ারস্টোর সেঞ্চুরি, জেসন রয় ও বেন স্টোকসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভর করে সাত উইকেটে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড। বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ৩৩৮ রান করেছিল ইংলিশরা। ভারতের সঙ্গে সে ম্যাচে টাই করেছিল ইংল্যান্ড।

পাঁচ জয়, এক পরাজয় ও এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট কোহলিদের। এ জয়ে টানা দুই ম্যাচ হারার পর জয়ের ধারায় ফিরে আসল ইংল্যান্ড। ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে দৌড়ে অনেকটা এগিয়ে গেল তারা। পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের চার নাম্বারে উঠে এল ইংলিশরা।