সিলেটে ঈদ জামাতে থাকবে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

সিলেটে ঈদ জামাতে থাকবে কড়া নিরাপত্তা

শ্রীলংকায় জঙ্গি হামলার পর বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু পবিত্র ঈদুল ফিতরে সিলেটে এমন কোন আতঙ্ক নেই বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

তিনি বলেন- সিলেটে কোন অপ্রীতিকর ঘটনার হুমকি নেই। তবুও শাহী ঈদগাহসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেকটি যায়গায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।

সোমবার দুপুর ১টার দিকে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহর প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিতোষ ঘোষ বলেন- সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে। তাই ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা বেস্টনি থাকবে। শাহী ঈদগাহর প্রতিটি ফটকে থাকবে চেকপোস্ট। ইতোমধ্যে সেখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।

ঈদ জামাতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু সাথে না নিতে মুসল্লীদের প্রতি আহবান জানান তিনি।

তবে, প্রবেশ ফটকে ভীড় কমাতে একাধিক লোক যাতে একসাথে প্রবেশ করতে পারে এমন ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি আহবান জানান শাহী ঈদগাহর মোতাওয়াল্লী জহির বখত।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ, ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, জেদান আল মুসা, বিভুতি ভুষণ ব্যানার্জি, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মো. ইসমাইল প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট