দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায়

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায়

আর মাত্র দুদিন বাদেই শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। বিগত ৫ আসরের মতো এবারও ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। অন্যান্যবারের চেয়ে এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে বাংলাদেশ। আসর শুরু হওয়ার আগে পাঠকদের সুবিধার্থে আবারও জানানো হলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়, প্রতিপক্ষ ও স্টেডিয়ামের তথ্য।

আগামী ৩০ মে পর্দা উঠছে ক্রিকেটে সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের। তবে বাংলাদেশের ভক্তদের অপেক্ষা করতে হবে ২ জুন পর্যন্ত। কেননা বিশ্বকাপের ফিকশ্চার অনুযায়ী বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

১৯৯২ সালের পর আবারো বিশ্বকাপে ফেরত এসেছে রাউন্ড-রবিন পদ্ধতি, অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল প্রত্যেক দলের সাথে খেলবে। সে হিসেবে বাংলাদেশ বিশ্বকাপের প্রথম পর্বেই খেলবে নয়টি ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশ ৮টি মাঠে ৯টি ম্যাচ খেলবে। প্রথম দুটি লন্ডনের কেনিংটন ওভালে এবং পরের ৭টি ম্যাচের প্রতিটাই আলাদা আলাদা মাঠে। গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ ছাড়া সবগুলো বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বাকি একটি ৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আগামী ৫ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে মাশরাফিরা।

চলুন এক নজরে দেখে নেই বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচী।