দক্ষিণ সুরমার কৃতি সন্তান এডভোকেট জি এ খানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

দক্ষিণ সুরমার কৃতি সন্তান এডভোকেট জি এ খানের দাফন সম্পন্ন

১০ মে ২০১৯, শুক্রবার : বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বার এর সাবেক সভাপতি, সলিমুল্লাহ এতিম খানার সাবেক চেয়ারম্যান, মুসলিম লীগের সাবেক সভাপতি, এডমিরাল মাহবুব আলী খান এর চাচাত ভাই এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী যোবায়দা রহমানের চাচা, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল খান পরিবারের কৃতি সন্তান এডভোকেট গওহর আলী (জি.এ খান) খান’র দ্বিতীয় নামাজে জানাযা ৯ মে বৃহস্পতিবার বিকাল বিবিদইল গ্রামের জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব। জানাযা শেষে মরহুমের লাশ বিবিদইল গ্রামের প্রধান মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে প্রথম নামাজে জানাযা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়। মরহুম গওহর আলী (জি.এ) খান এর জীবন ও কর্ম বিষয়ে জানাযা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। নামাজে জানাযা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট