ফণির প্রভাবে সিলেটে দিনভর বৃষ্টিপাত

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মে ৪, ২০১৯

ফণির প্রভাবে সিলেটে দিনভর বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে শনিবার সকাল থেকে সিলেটে বৃষ্টি শুরু হয়। কখনও হালকা আবার কখনও মুষলধারায় বৃষ্টিপাত হয়। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এর আগে শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ২৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

শনিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ। তবে রাতের আদ্রতা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আগামী ২/১ দিনের মধ্যে রোদের দেখা মেলার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ‘সকাল থেকে সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’

শনিবার সিলেটে সূর্যোদয় হয় ভোর ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্থ হয়েছে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

এদিকে, ঘূর্ণিঝড় ফণির প্রভাবে দিনভর থেমে থেমে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হয়নি। এছাড়া নগরের যান চলাচলও ছিল খুব কম। ফলে দিনভর অনেকটা স্থবিরতা বিরাজ করে নগরীতে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট