সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৯

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ইন্তেকাল

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মার্চের প্রথম সপ্তাহে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এই সংসদ সদস্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসা করে ফিরে এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ব্যারিস্টার আমিনুল হক বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত এমপি ও মন্ত্রী ছিলেন।

তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।