নিজস্ব সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে : সিলেটে মুহিত

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

নিজস্ব সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে হবে : সিলেটে মুহিত

সাবেক অর্থমন্ত্রী ও দেশবরেণ্য বুদ্ধিজীবী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, নিজস্ব সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা আয়োজন জরুরী।

তিনি বলেন, নাচ বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা। এই ধারার বিকাশে এপার বাংলা ওপার বাংলা নৃত্যউৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবেক অর্থমন্ত্রী মুহিত শনিবার সন্ধ্যায় সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নৃত্যশৈলী আয়োজিত নৃত্যউৎসবের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি সিলেটে এই প্রথমবারের মতো শুধু নাচের এমন একটা আয়োজনের ব্যাপক প্রশংসা করেন।

এ পর্বে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিনহা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়, মুক্তিযোদ্ধা অ্যাড. বেদানন্দ ভট্টাচার্য এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

রবিবার উৎসবের চতুর্থদিন। সোমবার রাতেই শেষ হচ্ছে বিশ্ববীণা বেজে উঠুক আজ নৃত্যছন্দে’ শ্লোগান নিয়ে শুরু হওয়া পাঁচ দিনের এই উৎসব।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট