দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী

দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের প্রাথমিক স্তর থেকেই শিক্ষাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সর্বাত্মক সহযোগিতা সরকারের পক্ষ থেকে রয়েছে বলেও জানান তিনি। বুধবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি অভিভাবক ও শিক্ষকদেরকে শিশুদের উপর বাড়তি চাপ না দেয়ারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের জ্ঞান বিকাশে বাড়তি চাপ দিলে শিশুদের এক ধরণের ভয় তৈরি হয়, যা তার মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, অভিভাবকদেরকেও দেখা যায়, সন্তানের চেয়ে বেশি প্রতিযোগিতা করতে। অভিভাবকদের এ ধরণের প্রতিযোগিতা কোমলমতি শিশুদেরকে জ্ঞান বিকাশে চাপ সৃষ্টি করে।