নারী দিবসে তিন নারীকে সম্মাননা দিল উইমেন্স চেম্বার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

নারী দিবসে তিন নারীকে সম্মাননা দিল উইমেন্স চেম্বার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরর উদ্যোগে নারী উদ্যোক্তা সম্মাননা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেল চারটায় জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা প্রদান ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

জান্নাতুল আশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ ম‚র্তি, মিসেস কৃষ্ণম‚র্তি, সিনিয়র সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডিজিএম শামিমা নার্গিস।

ছন্দ নৃত্যালয়ের জাগোনারী জাগো উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপরে সফল তিন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, নারীরা সমাজের কোন দিকেই পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী ,স্পিকারসহ দেশের গুরুত্বপ‚র্ণ দায়িত্বে নারীরা রয়েছেন। নারী দিবসে সবাইকে নারীর ক্ষমতায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক হিতৈষী নারী, পুলিশ অফিসার রীতা বেগম নির্ভীক নারী, সৈয়দা খাদিজা আক্তার তান্নু তরুণ উদ্যোক্তা সম্মাননায় ভ‚ষিত হন। এ সময় জেলা তথ্য অফিসের সহায়তায় নারী দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কিডনি ফাউন্ডেশনের পরিচালক ফরিদা নাসরিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার নুসরাত আফজা চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাবের সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক- সামছুন নাহার, রাবেয়া আক্তার রিয়া, রাহেলা জেরীন খানম, রুবা খানম, বিউটি বর্মণ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য নাসরীন বেগম শিল্পী ঘোষ, স্বপ্না বেগম, নিপা দাস, তরুণ উদ্যোক্তা ও শারীরিক প্রতিবন্ধী বিথী রানী নাথ, তরুণ উদ্যোক্তা ফরিদা বেগম, তরুণ উদ্যোক্তা ফাহমিদা বেগম তোভা, সামিয়া চৌধুরী প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট