বিএনপির মানববন্ধনে জনতার ঢল

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

বিএনপির মানববন্ধনে জনতার ঢল

দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করছে বিএনপি। মানববন্ধনে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। মানববন্ধনের শুরুতে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি দেখা গেছে।

আজ বুধবার নির্ধারিত দুপুর সাড়ে ১২টার আগেই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। মানববন্ধনটি দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে সকাল ৯ টা থেকেই পূর্বঘোষিত এই মানববন্ধনে যোগ দিতে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। কিছুক্ষণ পরেই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়িয়ে যান। বিএনপি, কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন।

বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজপথে এটি বিএনপির দ্বিতীয় কর্মসূচি। কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে গত ৩০ জানুয়ারি প্রথম কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে দলটি। আজ দ্বিতীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

নেতাকর্মীদের হাতে কারাবন্দি দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সংক্রান্ত বিভিন্ন প্লেকার্ড-ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে।

ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরে তৃণমূলের শীর্ষ নেতারা মাইকে বক্তব্য দিতে শুরু করেন। এছাড়াও খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে সড়কে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

নির্বাচন পরবর্তী বিএনপির মানববন্ধনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। কদম ফোয়ারার মোড়, সচিবালয়মুখী সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছে বিএনপি। মানববন্ধনে দলটির শীর্ষনেতা উপস্থিত হয়েছেন।

মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলমী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, কৃষকদলের নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দীন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাইনুল ইসলাম, মিয়া মো. আনোয়ার, আব্দুর রাজী, কে এম রকিবুল ইসলাম রিপন, মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

এছাড়াও উপস্থিত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।