কাশ্মীরে গোলাগুলিতে ৫ ভারতীয় নিহত

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

কাশ্মীরে গোলাগুলিতে ৫ ভারতীয় নিহত

আটকের একদিন পরেই ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে হস্তান্তর করেছে পাকিস্তান। শান্তির এই বার্তার মধ্যেও থামছে না কেউ। ভারতের সঙ্গে স্বাধীনতাকামী ও পাকিস্তানের মধ্যে হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে।

আবারও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দুই জওয়ান এবং রাজ্য পুলিশের দুইজন রয়েছেন। অপরজন বেসামরিক লোক।

রবিবার (৩ মার্চ) জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারায়ে এ ঘটনা ঘটে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এখবর দিয়েছে।

পুলিশের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন এক আবাসিক ভবনে নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে এই গোলাগুলির ঘটনা ঘটে।

এই ঘটনার ফলে ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানকে হস্তান্তরের পরও স্বাধীনতাকামী, পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হলেন।