সিলেটে ট্রাফিক পুলিশকে পেটালেন এক সরকারি কর্মকর্তা !

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯

সিলেটে ট্রাফিক পুলিশকে পেটালেন এক সরকারি কর্মকর্তা !

সিলেটে ট্রাফিক পুলিশকে পেটানোর দায়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত ট্রাফিক সদস্য মো: আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে তানজিল আহমদ নামের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের এক কর্মকর্তা মোটর সাইকেল যোগে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখী ওয়ানওয়ে রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক সদস্য মো. আলী তাকে মোটর সাইকেল থামানোর সিগন্যাল দিলে ওই কর্মকর্তা রেগে গিয়ে ওই ট্রাফিক সদস্যের ওপর চড়াও হন। ট্রাফিক পুলিশের হাতে থাকা লাঠি নিয়ে ওই ব্যক্তি তাকে (ট্রাফিক) পেটাতে থাকেন। এক পর্যায়ে উপস্থিত লোকজন ও অদূরে থাকা অন্য ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে উদ্ধার উদ্ধার করেন।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, আটক তানজিল আহমদ বিয়ানী বাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তার মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট