সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ কারাগারে

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ কারাগারে

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার : পুলিশের কাজে বাধা দেয়ার’ অভিযোগে পুলিশের দায়েরকৃত একটি মামলায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন না’মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মফিজুল ইসলাম ভুইয়া তা নামঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই সিসিক নির্বাচনের প্রচারণা চলাকালে আটক দুই কর্মীর মুক্তির দাবিতে নগরীর উপশহরস্থ এসএমপির উপ-পুলিশ কমশিনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে অবস্থান করেন সিলেট বিএনপির বেশ’কয়েকজন শীর্ষনেতা’সহ কর্মীরা। এ ঘটনায় পুলিশ কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় এবং জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতাসহ ৩৯ জনের নামে মামলা দায়ের করে।

মামলায় অন্য নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নিলেও আলী আহমদ লন্ডন থাকার কারনে জামিন নিতে পারেননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট