শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর বাজারে অভিযান চালিয়ে একটি হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। রোববার রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। আটক শিপন মিয়া ওরফে পেচন মিয়া (২৮) রাজনগর থানার ইসলাম গ্রামের মৃত নোয়াজ উল্লাহর ছেলে। মো. লেদু মিয়া হত্যা মামলার প্রধান আসামী শিপন। ২০১৬ সালের ১৬ জুলাই লেদু মিয়া মামলা সংক্রান্ত কাগজপত্র নিয়ে অদালতে যাওয়ার পথে হামলার শিকার হন। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আসামীকে আটকের পর রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট