দেশের দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন : ফখরুল

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

দেশের দুঃসহ পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন : ফখরুল

বর্তমান সরকারের নিপীড়নমূলক আচরণ, দুঃশাসন ও বিরোধী দল দমননীতির কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মতাসীন অবৈধ সরকার ভালো করেই জানে- মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেলে তাদের অবৈধ মতার তক্তে তাউস জনগণ ধুলোয় উড়িয়ে দেবে। সেই ভয়ে সরকার দেশনেত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে। আমাদের খুব পরিষ্কার কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। নির্বাচনের ত্রে তৈরি করুন। যে নির্বাচনে আমার কথা বলার সুযোগ থাকবে না, ক্যাম্পেইন করার সুযোগ থাকবে না, ভোট দেয়ার সুযোগ থাকবে না, জনগণ ভোট দিতে পারবে না। সেই নির্বাচন কি নির্বাচন হবে? হবে না। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসকাবে ২০ দলীয় জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট