হামলা মামলার প্রতিবাদে সিলেট নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

হামলা মামলার প্রতিবাদে সিলেট নগরীতে যুবদলের বিক্ষোভ মিছিল

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশী হামলা, ভাংচুর, গুলী ও নেতাকর্মীদের গ্রেফতার, ষড়যন্ত্রমুলক মামলা দায়ের ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে গ্রেফতারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বুধবার বিকেলে নগরীর শাহী ঈদগাহ এলাকায় অনুষ্ঠিত মিছিলে যুবদল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- অবৈধ সরকারের শেষ সময়ে এসে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে পুলিশকে নগ্নভাবে ব্যবহার করছে। কোন উস্কানী ছাড়াই জেলা বিএনপির সভাপতির বাসায় পুলিশ হামলা চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে যায়। আবার এই ঘটনাকে সাজিয়ে জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দকে জড়িয়ে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করেছে। অবিলম্বে সকল ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল’সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারকে চড়া মুল্য দিতে হবে।
মিছিলে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য গিয়াস আহমদ মেম্বার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বুরহান আহমদ রাহেল, জেলা যুবদল নেতা আলী আহমদ আলম, জাকির হোসেন, আশরাফ বাদল, আব্দুর রহমান সাইজুল, সেলিম আহমদ, রনি আহমদ, আবুজার গৌছ, শাহ কামাল, ইশফাক, লিয়াকত আলী খান, আকাশ আহমদ, দৌলত, আব্দুস সামাদ তানভীর, নাহিদ, মোহন, রহিম ও মহসিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট