সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৫ নেতাকর্মীর উপর মামলা : আসামি হলেন যারা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

সিলেটে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫৫ নেতাকর্মীর উপর মামলা : আসামি হলেন যারা

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার : সিলেট নগরীর যতরপুরে ‘পুলিশের ওপর হামলার’ অভিযোগ এনে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার বিকেলে কোতোয়ালী থানায় এসআই কৃষ্ণপদ রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-৩০।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ‘মামলায় ৫৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি হলেন যারাঃ

১/এখলাছুর রহমান মুন্না, ২/ফাহিম আহমদ চৌধুরী,৩/ফয়সল ইসলাম, ৪/ কাউসার আহমদ প্রকাশ রিমন আহমদ, ৫/ খালেদ আহমদ ৬/ ফাহিম আহমদ উরফে টিপু আহমদ, ৭/ ফরিদ আলী, ৮/ তানভির আহমদ, ৯/ আবুল কাহের শামীম, ১০/ নাসিম হোসাইন, ১১/ আব্দুল কাহির চৌধুরী, ১২/ মাহবুবুর রব চৌধুরী, ১৩/ আজমল বকত ছাদেক, ১৪/ আরিফ ইকবাল নেহাল, ১৫/ জাকির হোসেন, ১৬/ গোলাম আহমদ সেলিম চৌধুরী, ১৭/ আলতাফ হোসেন সুমন, ১৮/ ফজলে রাব্বি আহসান, ১৯/ তোফায়েল আহমদ, ২০/ এনামুল হক, ২১/ তানভির প্রঃ তানভীর আহমদ চৌধুরী, ২২/ আশরাফ উদ্দিন রাজিব, ২৩/ সুদ্বীপ জ্যোতি এ্যাষ, ২৪/ মাহবুবুল আলম সৌরভ, ২৫/ আব্দুল্লাহ আল মামুন পারভেজ, ২৬/ ফাহিম রহমান মৌসুম, ২৭/ আনোয়ার হোসেন রাজু, ২৮/ বোরহান আহমদ রাহেল, ২৯/ ইমরান আহমদ চৌধুরী, ৩০/ রাইসুল ইসলাম সনি, ৩১/ ময়নুল ইসলাম, ৩২/ মক্সুদ আহমদ, ৩৩/ জুবের আহমদ জুবের, ৩৪/ ফয়জুর রহমান, ৩৫/ রুবেল আহমদ, ৩৬/ চৌধুরী মোঃ সোহেল, ৩৭/ আফছর খান, ৩৮/ ইমদাদুল হক স্বপন, ৩৯/ মাসুক আহমদ, ৪০/ রাশেদুর রহমান রাশেদ, ৪১/ কবির আহমদ উজ্জ্বল, ৪২/ হোসাইন আহমদ, ৪৩/ ছদ রুল ইসলাম লোকমান, ৪৪/ তানিমুল ইসলাম, ৪৫/ তাজুল ইসলাম সাজু, ৪৬/ আবু কাহের রাশেদ, ৪৭/ আব্দুর মুক্তাবির সাকি, ৪৮/ রুবেল ইসলাম, ৪৯/ মিরাজ ভুইয়া পলাশ, ৫০/ সামছুদ্দিন শামছুল, ৫১/ মোঃ সুহেব আহমদ, ৫২/ শাকিল মুর্শেদ, ৫৩/ নাবিল রাজা চৌধুরী, ৫৪/ মনিন্দ্র রঞ্জন দে, ৫৫/ আব্দুল করিম জোনাক’সহ অজ্ঞাতনামা আরো অনেকে।

গত রবিবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাট যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসা থেকে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নাসহ ৮ জনকে আটক করে পুলিশ। তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঘটনার পর ওসি মোশাররফ গণমাধ্যমকে বলেন, ‘আবুল কাহের শামীমের বাসার সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হচ্ছে দেখে পুলিশের টহল দল সেখানে যায়। তখন নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে।’

তবে পুলিশের বক্তব্য উড়িয়ে দিয়ে বিএনপি নেতা আবুল কাহের শামীম বলেছিলেন, ‘পুলিশের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি। হয়রানি করতে এ ধরনের ঘটনা সাজাচ্ছে পুলিশ।’ তার বাসায় পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শামীম।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট