সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে দুই মাদক বিক্রেতা আটক

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে- জেলার জকিগঞ্জের বড়পাথর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আসাদ মিয়া (৪২) ও একই উপজেলার পিল্লাকান্দি গ্রামের ফখর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৩৭)।

মঙ্গলবার রাতে জেলার জকিগঞ্জ থেকে আসাদ মিয়াকে এবং মহানগর পুলিশের মোগলাবাজার এলাকা থেকে তাজুলকে আটক করা হয়। অভিযানে আসাদের কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং অন্যজনের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আসাদ মিয়াকে জকিগঞ্জ থানায় এবং তাজুলকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট