কোটা আন্দোলনের ১২ জনের অবিলম্বে মুক্তি দাবি সুজনের

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৮

কোটা আন্দোলনের ১২ জনের অবিলম্বে মুক্তি দাবি সুজনের

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ১২ শিার্থীর বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল সোমবার সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। : সুজনের প থেকে জানানো হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১২ শিার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে শিার্থীদের আদালতে হাজির না করে চার দিন ধরে অন্যায়ভাবে আটক রেখে তাদের নির্যাতনের অভিযোগ করেন আটককৃত শিার্থীদের অভিভাবকরা। রিমান্ডের নামে শিার্থীদের এসব নির্যাতন ও গ্রেফতারের নিন্দা জানিয়ে আটক শিার্থীদের দ্রুত মুক্তির দাবি জানানো হয় সুজনের প থেকে। উল্লেখ্য, রাজধানীর মহাখালী ও তেজগাঁও এলাকা থেকে গত বুধবার অভিযান চালিয়ে পুলিশ ১২ শিার্থীকে তুলে নিয়েছে বলে দাবি করেছে তাদের পরিবার। পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী, আটককৃতরা হলেনÑ আল আমিন, জহিরুল ইসলাম হাসিব, মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ বিন মনসুর, গাজী এম বোরহান উদ্দিন, তারেক আজিজ, মাহফুজ, রায়হানুল আবেদীন, ইফতেখার আলম, তারেক আজিজ ও মেহেদী হাসান রাজীব। : সাইফুল্লাহ বিন মনসুর নামের এক শিার্থীর বাবা মনসুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গত ৫ সেপ্টেম্বর মহাখালী ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন শিার্থীর পাশাপাশি এই ১২ জনকেও ধরে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে সিফাত নামের এক শিার্থীসহ আরও কয়েকজনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয় থেকে ছেড়ে দেয়া হলেও মুক্তি মেলেনি ১২ জনের।