সাইফুর রহমান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র আরিফের দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

সাইফুর রহমান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মেয়র আরিফের দোয়া মাহফিল

প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার। প্রতি বছর এ দিনটিতে সিলেটে কর্মসূচি পালন করেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। তবে আজ সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য ঢাকায় ছিলেন তিনি। তবে ঢাকায় থাকলেও ঠিকই সাইফুরকে স্মরণ করেছেন তিনি।

ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আরিফ। সেখানে আরিফের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম।

সিলেটের নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহানগর বিএনপর সহ গণশিক্ষা সম্পাদক আলী হায়দার মজনু, যুবদল নেতা ইকবাল বাহার চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, আব্দুস শুকুর, রিপন আহমদ, যুবদল নেতা আব্দুস সামাদ, ছাত্রদল নেতা এখলাছুর রহমান মুন্না, আশরাফ উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট