নির্ধারিত সময়ের আগেই খালেদার মুক্তির স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

নির্ধারিত সময়ের আগেই খালেদার মুক্তির স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন

নির্ধারিত সময়ের আগেই বিএনপির জনসভাস্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। বেলা ২টা থেকে জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগ নেতাকর্মীদের দ্বারা ভরপুর হয়ে গেছে।

একের পর এক আসছে মিছিল, সেই সঙ্গে চলছে নেতাকর্মীদের স্লোগান। এ যেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীর স্লোগানে স্লোগানে নয়াপল্টন ও তার আশপাশের এলাকা প্রকম্পিত।

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জনসভার জন্য চারটি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে যারা রাজধানীর বিভিন্ন থানা ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ নানা দাবিতে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলকে উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি মঞ্চ থেকেও নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য দিয়ে সমাবেশ জাগিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের প্রবীণ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে বিএনপির আজকের কর্মসূচি ঘিরে নয়াপল্টন বা আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো সদস্যকে দেখা যায়নি। তবে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সদস্যরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট